দশমিনায় মাঠ দিবস অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় মাঠ দিবস অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫


দশমিনায় মাঠ দিবস অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা(পটুয়াখালী)

কেঁচো খামারে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক পটুয়াখালীর দশমিনায় ২০২৪-২০২৫ অর্থ বছরে SACP-RAINS প্রকল্পের আওতায় প্রমানিত কৃষি প্রযুক্তি প্যাকেজ কেঁচো সার উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া মো. চান মিয়া মাতুব্বর বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ জাফর আহমেদ এর সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- এসএসিপি-রেইনস প্রকল্পের আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা মোঃ রিফাত সিকদার।
বিশেষ অতিথি ছিলেন-উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ, কৃষক কাজী মোহাম্মদ, কৃষক আবদুল গনি, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রায় অর্ধশতাধিক কৃষক কৃষাণীসহ আরো অনেকে।
আলোচনায় বক্তারা ভার্মি কম্পোস্টের গুণগত মান নিশ্চিত করা, কৃষিতে এর ব্যবহার বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশবান্ধব এই জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, উৎপাদন বাড়বে এবং কৃষকের উৎপাদন খরচ কমবে।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২৩:৪৯ ● ১৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ