কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী, পিরোজপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-বরিশাল মহাসড়কের অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতুর সংলগ্ন এলাকায় আয়োজন করা হয়। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ কর্মসূচিতে নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, নেতা বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার ও রফিকুল ইসলাম রফিক। এছাড়া শতাধিক উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনআন্দোলনের নাম। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও পরিবেশ সুরক্ষায় দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বিএনপি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৫৪ ● ১৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ