
সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে কলেজ মোড় থেকে র্যালী শুরু করে বাজারে সভাস্থলে এসে র্যালিটি শেষ হয় । পরে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, সাবেক যুগ্ম আহবায়ক আহসানুল ছগির,আল শাহরিয়া সোহেল,ইউনিয়ন বিএনপির নেতা মোঃ দুলাল ফকির,মোঃ শহিদুল ইসলাম,মোঃ হাফিজুর রহমান,মোঃ কবির হোসেন,মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম,ুুউপজেলা যুবদলের আহবায়ক আতিকুর ইসলাম,সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু,শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল কালাম হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ জুয়েল রানা, মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক মোঃ মামুন কাজি,ছাত্রদলের আহবায়ক মোঃ আল-আমিন হোসেন,ৃ কলেজ ছাত্রদল শাখার সাধারন সম্পাদক মোঃ আসাদুল ইসলাম বাবু,জাসাসের সভাপতি মোঃ রাজু আহম্মেদ প্রমুখ।
এর আগে মঙ্গলবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত খোলা জলাশয়ে মাছ অবমুক্তকরন,বৃক্ষনরোপন কর্মসূচি,হতদরিদ্র পরিবারকে স্যালো টিউবওয়েল বিতরণ ও প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
এসকে/এমআর