গৌরনদীতে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন, মুক্তিযোদ্ধার স্ত্রীকে মিষ্টিমুখ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন, মুক্তিযোদ্ধার স্ত্রীকে মিষ্টিমুখ
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন, মুক্তিযোদ্ধার স্ত্রীকে মিষ্টিমুখ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী, বরিশাল

গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গেরাকুল গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলনের স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

উদ্বোধনের আগে তিনি সুবিধাভোগী পরিবারের খোঁজখবর নেন। কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা ও ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসানসহ অনেকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৯৮টি বীর নিবাস নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাসে টাকা বরাদ্দ রয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ২শত ৭৯ টাকা।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৫৯ ● ২৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ