পিরোজপুরে সন্ত্রাস ও দালালমুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে সন্ত্রাস ও দালালমুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫


 

পিরোজপুরে সন্ত্রাস ও দালালমুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও দালালমুক্ত বিএনপি কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বক্তারা দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতীদল, মৎস্যজীবীদল, শ্রমিকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি নতুন পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতৃত্ব দেন জেলা তাঁতীদলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসিব জামাল, পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ আলিফ আহমেদ রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নওশাদ শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লিটন শেখ ও পৌর কৃষকদলের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম তারেক।

বক্তারা বলেন, বিএনপিকে ত্যাগী নেতাকর্মীদের হাতে নেতৃত্ব দিতে হবে। সন্ত্রাসী, দালাল ও চাঁদাবাজদের দলে স্থান দিলে সংগঠন দুর্বল হয়ে পড়বে। তাই দুঃসময়ে যারা রাজপথে ছিলেন তাদেরই নেতৃত্বে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫৫ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ