কুয়াকাটা সৈকতে এবার ১০ ফুট লম্বা মৃত ডলফিন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে এবার ১০ ফুট লম্বা মৃত ডলফিন
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটায় এবার ১০ ফুট লম্বা মৃত ডলফিন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সৈকতে এবার ১০ ফুট লম্বা একটি ইরাবতি ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির মাথা ও শরীরে চামড়া উঠে ক্ষত লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শেষ বিকেলে চর-গঙ্গমতি এলাকায় এটিকে দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর সদস্যরা। পরে বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা সমন্বয় করে ডলফিনটি মাটি চাপা দেয়।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান, খবর পেয়ে সৈকতে ভেসে আসা ডলফিনটি  দ্রুত মাটিচাপা দিয়েছি, যাতে দুর্গন্ধ না ছড়াতে পারে।

উল্লেখ্য, চলতি বছর একাধিক মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলেও সেগুলো আকারে অপেক্ষাকৃত ছোট ছিল বলে কুয়াকাটায় ডলফিন নিয়ে কাজ করা সংগঠনগুলোর সূত্রে দাবি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২২:০১ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ