কলাপাড়ায় অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে যুবসমাজ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে যুবসমাজ
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় জমে উঠেছে অনলাইন জুয়ার ব্যবসা। ইতোমধ্যে শতশত মানুষ  জড়িত হয়ে পড়েছে এ ব্যবসায়। এদের অধিকাংশই ২০ থেকে ৩৫ বছর বয়সী মানুষ। অনলাইন জুয়ায় যুবসমাজ ধ্বংসের পথে।গোপনে এ ব্যবসা চলমান থাকায় এরা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

সূত্র মতে, এদের অনেকে বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, স্বর্ণ কারিগর, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ ব্যবসার সাথে জড়িত রয়েছে। এতে অনেকে ধার-দেনায় জর্জরিত হয়ে নানান অপকর্মে জড়িয়ে পড়েছে।

ইতোমধ্যে পৌরশহরের এক স্বর্ণ ব্যবসায়ীর জুয়েলারি থেকে স্বর্ণ চুরির ঘটনায় ওই দোকানের কর্মচারী জড়িত থাকার অভিযোগ আছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সে স্বর্ণ চুরি করে ধার-দেনা পরিশোধ করেছে এবং অনলাইন জুয়ার সাথেও তার সম্পৃক্তা ছিল।

এ ব্যাপারে কলাপাড়া স্বর্ণ শিল্প সমিতির সভাপতি অলোক কর্মকার বলে’ স্বর্ণ কারিগরদের কেউ কেউ অনলাইন জুয়ার সাথে জড়িত রয়েছে বলে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।

এদিকে, বিএনপি নেতা দেবাশীষ সিকদার কালা জানান, এলাকার অনেক মানুষের শালিস করতে গিয়ে অনলাইন জুয়ার কথা জানা গেছে। তবে এটা প্রতিরোধ না করা গেলে ভবিষ্যতে  সামাজিক ব্যাধিতে পরিনত হবে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. রাশেল জানান, অনলাইন জুয়ার বিষয়ে মূলত কেউ কোন অভিযোগ দেয়নি, আবার জড়িতদের সনাক্ত করাটাও অনেকটা কষ্টসাধ্য। তবে সবাইকে সামাজিক ভাবে খেয়াল রাখা উচিত বলে তিনি মনে করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৫৫ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ