গৌরনদীতে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


 

গৌরনদীতে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, ১৬ বছরের এক কন্যার বয়স জাল সনদে ১৯ বছর দেখানো হয়েছে। তদন্তে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের রেকর্ড থেকে প্রকৃত বয়স ১৬ বছর প্রমাণিত হয়।

পরে মেয়ের বাবা ও বরপক্ষ অপরাধ স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না-এ মর্মে মুচলেকা নেওয়া হয়।

ঘটনা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও গ্রাম পুলিশকে। এ ঘটনায় জাল জন্মসনদ প্রদানকারী ইউপি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

অভিযানে গৌরনদী থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:০৪ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ