
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা(পটুয়াখালী)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪ টায় দশমিনা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে একটি র্যালী উপজেলা পরিষদ এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নলখোলা বন্দরে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। উদ্বোধক ছিলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি জাকির হোসেন নান্নু।
বিশেষ অতিথি ছিলেন- স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মুকুল, কেন্দ্রীয় ছাত্রনেতা মুহাম্মদ নজরুল ইসলাম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, গলাচিপা উপজেলার বিএনপির সহ-সভাপতি এ্যডভোকেট হিরন, দশমিনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক রতন, দপ্তর সম্পাদক ও শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক মো. রাজিব মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব একেএম শামীম খান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসন রাসেল, মহিলা দলের আহবায়ক মাকসুদা বেগম ডেইজি ও সদস্য সচিব মাজেদা বেগম সহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন: অনেক নেতাকর্মী আহত হয়েছেন, তারপরও রাজপথ ছেড়ে যাননি। নেতাকর্মীদের অভিরাম সংগ্রাম বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি বাংলাদেশের আলেম ওলামা এবং ছাত্র সমাজের রক্তের মধ্য দিয়ে আজ বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় প্রতিষ্ঠিত হয়েছে।
এসবি/এমআর