আমতলীতে ১২ বছর পর মিমাংসিত বিষয়ে মামলা!

হোম পেজ » বরগুনা » আমতলীতে ১২ বছর পর মিমাংসিত বিষয়ে মামলা!
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫


আমতলীতে ১২ বছর পর মিমাংসিত বিষয়ে মামলা!

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে ১২ বছর আগে মিমাংসিত জমির বিরোধকে কেন্দ্র করে নতুন মামলা দায়ের হয়েছে। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গাফফার আকনসহ চারজনকে আসামি করা হয়েছে। আসামিদের দাবি, তাদের হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত অভিযোগ দেন আসামি আব্দুল গাফফার আকন। তিনি দ্রুত হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

জানা গেছে, ২০১৩ সালে উপজেলার সোনাখালী গ্রামের সামসুল হক মৃধা ও আব্দুল মান্নান আকনের মধ্যে ৪০ শতাংশ জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে সামসুল হক মৃধা বরগুনা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ উভয় পক্ষকে মিমাংসা করায় এবং লিখিত চুক্তি হয়। এরপর থেকে দুই পরিবারই ওই মিমাংসা অনুযায়ী জমি ভোগদখল করে আসছিলেন।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) সামসুল হক মৃধা একই বিষয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে আব্দুল গাফফার আকনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আমতলীর গাজীপুর পুলিশ ফাঁড়িকে তদন্তের নির্দেশ দেন।

আসামি আব্দুল গাফফার আকন বলেন, মিমাংসিত বিষয়ে আবার মামলা করা শুধু হয়রানির জন্য। তিনি তার বৃদ্ধ বাবা ও ভাইকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেন।

এবিষয়ে বাদী সামসুল হক মৃধা বলেন, আগে মিমাংসা হলেও তিনি জমি বুঝে পাননি। তাই আদালতে মামলা করেছেন। তবে এতদিনের জমি ভোগদখল নিয়ে প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রনজিৎ কুমার সরকার বলেন, আদালতের নথি হাতে পেলে তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৫৪ ● ৩৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ