তালতলীতে শতাধিক চুরির হোতা আল আমিন গ্রেফতার

হোম পেজ » বরগুনা » তালতলীতে শতাধিক চুরির হোতা আল আমিন গ্রেফতার
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫


তালতলীতে শতাধিক চুরির হোতা আল আমিন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির মূল হোতা আল আমিন হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার রাতে পটুয়াখালীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ আল আমিনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তালতলী বাজারে স্বস্তি ফিরে আসে। ব্যবসায়ীরা তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, আল আমিন তালতলী বন্দরের মৃত বারেক হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সে।

গত বছরের ৫ আগস্টের পর থেকে তালতলী বন্দরে শতাধিক চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। সম্প্রতি ২৭ আগস্ট গভীর রাতে তিনটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় গ্রেফতার হওয়া নৈশপ্রহরীরা জিজ্ঞাসাবাদে আল আমিনের নাম প্রকাশ করে। এরপর জুতা ব্যবসায়ী মোশাররফ হোসেন হাওলাদার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

অভিযোগ রয়েছে, তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল আলম মামুনের ছত্রছায়ায় আল আমিন দীর্ঘদিন এসব অপরাধ চালিয়ে আসছিল। তবে মামুন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আল আমিন আমার চাচাতো ভাই হলেও তার অপরাধের দায়ভার তাকেই নিতে হবে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০৫ ● ১৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ