পিরোজপুরে একযোগে বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ও ছাত্রদল স্থগিত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে একযোগে বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ও ছাত্রদল স্থগিত
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


অধ্যাপক আলমগীর হোসেন এবং গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত এবং জেলা ছাত্রদলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হলো। অতিশীঘ্র নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির বিলুপ্ত আহবায়ক কমিটির অধ্যাপক আলমগীর হোসেনের নিকট বুধবার রাতে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ বিষয়ে এখনই কোন মন্তব্য করতে রাজি হননি।  তবে বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির খবর পিরোজপুরে পৌঁছালে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এদিকে, একই দিন কেন্দ্রীয় ছাত্রদলের এক আদেশে পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩৩ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ