
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ((রাজশাহী)
নাচোল উপজেলার কসবা ও গোমস্তাপুর ইউনিয়নের অংশে অবস্থিত হাজার দিঘীর বিলকে কেন্দ্র করে কৃষক এবং ইজারাদারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিলের পানি ধরে রাখার জন্য তিন বছর আগে ইজারাদার নাসিম একটি বাঁধ নির্মাণ করেন, কিন্তু পানি উন্নয়ন কর্তৃপক্ষকে (পাউবো) বিষয়টি জানানো হয়নি।
বাঁধ নির্মাণের ফলে বিলের আশপাশে থাকা প্রায় তিন হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষুব্ধ কৃষকরা অভিযোগ করেন, বাঁধটি নির্মাণের আগে তাদের অনুরোধ উপেক্ষা করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন উভয় পক্ষকে নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। এই সময় কৃষকরা চিৎকার চেচামেচি করে প্রতিবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হাজার দিঘী বিল নিয়ে ২০১৮ সাল থেকে ঝামেলা লেগে আছে। সম্প্রতি বিলে অতিবৃষ্টির কারণে কৃষকদের জমি ডুবে গেছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান টানবো।
কৃষকরা দাবি করেন, আমাদের জমির ধান তলিয়ে গেছে। অবৈধ বাঁধ ভেঙে বিলের পানির স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে।
অভিযোগের বিষয়ে ইজারাদার নাসিম বলেন, বিলের ইজারা বাবদ সরকারকে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব দিতে হয়। কিন্তু পানি না থাকার কারণে বাঁধ নির্মাণ করেছি। বাঁধের কারণে কৃষকদের কোনো ক্ষতি হয়নি। খরার সময় পানি শুকিয়ে গেলে মাছ চাষের সম্ভাবনা থাকে না। গত ৪ বছরে প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে সুষ্ঠ সমাধান চাই।