কুয়াকাটা সৈকতে মৃত ইরাবতী ডলফিন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে মৃত ইরাবতী ডলফিন
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সমুদ্রসৈকতে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এটি ইরাবতী প্রজাতির এবং পুরো শরীরে চামড়া উঠা দেখা গেছে। ডলফিনটি দেখার জন্য স্থানীয়রা এবং পর্যটকরা সৈকতে ভিড় জমান।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায় ডলফিনটি দেখা যায়। উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্য কে এম বাচ্চু জানান, ডলফিনের মৃত্যু আগের তুলনায় কমলেও এখনও নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে। তিনি সরকারের এবং সংশ্লিষ্ট গবেষণা সংস্থার কাছে মৃত্যুর কারণ নির্ধারণের আহ্বান জানান।

ডলফিন সমুদ্রের পরিবেশের স্বাস্থ্য ও ভারসাম্যের গুরুত্বপূর্ণ সূচক। এরা মাছ ও অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করে এবং স্থানীয় পর্যটন ও জীবিকা নির্বাহেও অবদান রাখে।

ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের গবেষক বখতিয়ার উদ্দিন জানান, নৌযান, মাছ ধরার যন্ত্র ও জেলেদের কার্যক্রমই ইরাবতী প্রজাতির ডলফিনের মৃত্যুর প্রধান কারণ। এছাড়া নদী ও মোহনার দূষিত পানি, শিল্প বর্জ্য, প্লাস্টিক ও তেলও হুমকি সৃষ্টি করছে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে এবং মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১০ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ