সুষ্ঠু বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পটুয়াখালীর শহীদ পরিবারের

হোম পেজ » পটুয়াখালী » সুষ্ঠু বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পটুয়াখালীর শহীদ পরিবারের
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫


শহীদ জসিম উদ্দিন- ফাইল ছবি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত পটুয়াখালীর শহীদ জসিম উদ্দিনের পরিবার এখনও কোনো বিচার পাননি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এর মধ্যে ধর্ষণের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেন শহীদ কন্যা লামিয়া আক্তার।

পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ পাংগাশিয়া গ্রামের আব্দুস সোবহান হাওলাদার ও রাবেয়া বেগমের ছেলে জসিম উদ্দিন ঢাকার একটি এনজিওতে গাড়িচালকের কাজ করতেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পর মারা যান জসিম।

তার মৃত্যুতে ভেঙে পড়ে পরিবার। বাবা অসুস্থ, মা নানা রোগে ভুগছেন। ছোট ভাইয়ের পড়াশোনা ও পরিবারের ভরণপোষণও তাকেই চালাতে হতো। স্ত্রী ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি গ্রামে বাবা-মায়ের জন্যও নিয়মিত খরচ পাঠাতেন তিনি।

গত ১৮ মার্চ পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে দাদার কবর জিয়ারত শেষে নানা বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহীদ জসিমের মেয়ে লামিয়া আক্তার। সাহস করে থানায় মামলা করলেও পরে সামাজিক লজ্জা, অবহেলা ও বিচার না পাওয়ার শঙ্কায় গত ২৬ এপ্রিল আত্মহত্যা করেন তিনি।

শহীদ জসিমের মা রাবেয়া বেগম বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের আশ্বাস পেলেও বিচার এখনও অধরাই।

তার স্ত্রী রুমা বেগম বলেন, সরকারের কাছে দ্রুত বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন চাই।

বাবা আব্দুস সোবহান হাওলাদার দাবি করেন, সরকার যেন তাদের ভরণপোষণের ব্যবস্থা করে।

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. রুহুল আমিন সিকদার জানান, মামলার আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন, সাক্ষ্যগ্রহণ চলছে এবং দ্রুত বিচার সম্পন্ন হবে।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, শহীদ পরিবারের প্রত্যেকে জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। শিগগিরই দ্বিতীয় কিস্তির সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি তথ্যমতে, বৈষম্যবিরোধী আন্দোলনে পটুয়াখালী জেলায় ২৬ জন প্রাণ হারান। এর মধ্যে ২৪ জন ইতিমধ্যে গেজেটভুক্ত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২ জন।

বাংলাদেশ সময়: ১৫:১৯:২৯ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ