
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
আসন্ন জাতীয় নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ১টি কমিয়ে ৩টিতে নামানোর প্রস্তাবের প্রতিবাদে ৩ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর আলম, ফকির তরিকুর ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা ইউনুস আহমেদসহ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।
কর্মসূচির মধ্যে রয়েছে- ০১। ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফকিরহাটের কাটাখালী থেকে নওয়াপাড়া পর্যন্ত খুলনা-ঢাকা মহাসড়কে অবরোধ।
০২। ২৪ আগস্ট রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা-ঢাকা মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালী, ফকিরহাট, মোল্লাহাট সেতু এবং পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ কর্মসূচি।
০৩। একই দিনে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে অবস্থান কর্মসূচি।
০৪। আগামী ২৫ আগস্ট সোমবার ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।
আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, বাগেরহাটের ৪টি আসন বহাল রাখার বিষয়ে সব রাজনৈতিক দল একমত। আসন কমানো হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, আসন পরিবর্তন ও পুনর্বিন্যাসে জেলার জনগণ বঞ্চিত হবে। প্রয়োজনে জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে আন্দোলন চালানো হবে।
জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে ৪টি আসন বিদ্যমান ছিল। এটি কমানোর প্রস্তাব একটি ষড়যন্ত্র।
উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের ৪টি আসনের মধ্যে ১টি কমিয়ে ৩টিতে নামানোর প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই জেলার বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আন্দোলনে নামে।