গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫


 

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক কন্যা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় গৌরনদী সাংবাদিক ফোরাম কার্যালয়ে লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলন করেন চরগাধা তলীর বাসিন্দা মোসাঃ নাদিরা আক্তার রুনা।

লিখিত বক্তব্যে নাদিরা আক্তার রুনা জানান, গৌরনদী উপজেলার বন্দরে ২০১৬ সালে নির্মল চন্দ্র সিকদার নামে জনৈক ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করি। ওই ক্রয়কৃত জমিতে ৬ (ছয়) টি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে তিন সন্তানের জীবন-জীবিকা ও পড়াশোনার ব্যবস্থা করে আসছি।

তিনি অভিযোগ করেন, গত এক মাস ধরে দোকান ব্যবসায়ীদের দোকান ভাড়া পরিশোধ করতে নিষেধ করেছেন তার বাবা আওয়ামীলীগ মনোনীত ২নং বার্থী ইউনিয়ন চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার। এছাড়া দোকানের নাম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে এবং মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানানো হয়।

নাদিরা আক্তার আরও অভিযোগ করে বলেন,  গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করে কোন সহযোগিতা পাইনি। বিভিন্ন লোকজনের মাধ্যমে তাকে হুমকি প্রদান করা হচ্ছে বলেও দাবি করা হয়। তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং আইনি সহায়তা কামনা করেছেন।

এ বিষয় চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদারের বক্তব্য জানতে একাধিক বার তাঁর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫১ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ