চরফ্যাশনে সাংবাদিককে হত্যাচেষ্টা মারধর, নারীসহ আহত ৭

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে সাংবাদিককে হত্যাচেষ্টা মারধর, নারীসহ আহত ৭
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

কাবিখা ও কাবিটার প্রকল্পের কাজ নিয়ে অভিযোগ করায় সাংবাদিক খন্দকার জাফর আহমদ নোমানকে হত্যাচেষ্টা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর তিনজন- সাংবাদিক খন্দকার জাফর আহমদ নোমান, তার ভাগিনা শরীফ ও জোবায়েরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আছেন সাংবাদিক নোমানের বোন আছিয়া, ভাবী লাইজু প্রমুখ।

ঘটনাটি ঘটে ১৬ আগস্ট সকাল ১০টায় ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সাংবাদিক নোমানের নিজ জমিতে।

ভুক্তভোগীর অভিযোগ, সরকারি জায়গায় রাস্তা সংস্কারের বরাদ্দ থাকলেও কাজটি ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জমিতে করা হচ্ছিল। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এর জেরে ঠিকাদার পক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনায় ছয়জনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৭ আগস্ট তদন্তে ঘটনাস্থলে গেলে পুলিশের সামনেই অভিযুক্ত শাহাবুদ্দিন গংরা সাংবাদিক নোমানকে হত্যার হুমকি দেয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কাবিখা, টি.আর. ও কাবিটার বরাদ্দকৃত প্রকল্পগুলোতে অনিয়ম চলছে। সরকারি রাস্তার পরিবর্তে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণের ঘটনায় সাংবাদিক নোমান প্রতিবাদ করায় হামলার শিকার হন তিনি ও তার পরিবার।

বাংলাদেশ সময়: ১২:৪৬:২০ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ