কুয়াকাটায় ধরা পড়লো ভয়ংকর বিষাক্ত সজারু মাছ!

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ধরা পড়লো ভয়ংকর বিষাক্ত সজারু মাছ!
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫


 

কুয়াকাটা সংলগ্ন সাগরে জেলের জালে বিষাক্ত সজারু মাছ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে বিরল প্রজাতির সজারু বা তিলক পটকা মাছ ধরা পড়েছে। এর ওজন সাড়ে তিন কেজি। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের কামাল ফিশ আড়তে আনা হয়। এসময় কৌতূহলী মানুষের ভিড় জমে, কিন্তু ক্রেতা না পেয়ে ওই জেলে মাছটি আড়তে রেখেই চলে গেছেন।

কুয়াকাটার জেলে বেল্লাল মাঝি জানান, কুয়াকাটা বরাবর বঙ্গোপসাগরে শেষ বয়া এলাকার কাছে গত শুক্রবার তার জালে মাছটি ধরা পড়ে। এমন মাছ আগে কখনও তার জালে ওঠেনি। বাজারে চাহিদা না থাকায় তিনি মাছটি ফেলে রেখে এসেছেন বলেও জানালেন।

কামাল ফিশের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, এমন কাঁটাওয়ালা ফুলে ওঠা মাছ তিনি এই প্রথম দেখেছেন, দেখতে ভয়ংকর বলেও উল্লেখ করেন তিনি।

 

কুয়াকাটা সংলগ্ন সাগরে জেলের জালে বিষাক্ত সজারু মাছ

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি পটকা মাছের দলভুক্ত সজারু মাছ (Porcupinefish),বাংলায় সজারু পটকা নামেও পরিচিত। এরা শরীর ফুলিয়ে বড় করতে পারে এবং গায়ের কাঁটা দ্বারা আত্মরক্ষা করে থাকে। এদের শরীরে টেট্রোডোটক্সিন নামের মারাত্মক বিষ থাকে। লিভার, ডিম্বাশয়, চামড়া ও অন্ত্রে বিষের মাত্রা বেশি। মানুষ সামান্য রান্না করে খেলেও অসাড়তা, শ্বাসকষ্ট, পক্ষাঘাতসহ মৃত্যু হতে পারে। রান্নার তাপে এর বিষ নষ্ট হয় না, তাই এটি খাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৫ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ