পিরোজপুরে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
শনিবার ● ২ আগস্ট ২০২৫


পিরোজপুরে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরগাজীপুর গ্রামে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে একদল হামলাকারী। আহতরা হলেন হাসান খান (৬৫), বেলায়েত (৫২) ও এনায়েত (৫০)। তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৯টায়, চরগাজীপুরের গোড়া খাল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিয়াস মেম্বারের ঘনিষ্ঠ কয়েকজন- আ. রহিম খান, মাহাবুব, মামুন, সফিক, ফেরদৌস, সাত্তার ও রফিকুল- জিআই পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

আহতদের স্বজনরা জানান, হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে পদধারী। হামলার পর আহতদের স্বজনদেরও হুমকি দেয়া হচ্ছে।

শনিবার হাসপাতালে গেলে ইলিয়াস মেম্বারকে ঘটনাস্থলে দেখে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও থানা বিএনপির সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার বলেন, দলীয়ভাবে বিষয়টি দেখা হচ্ছে।

স্থানীয়দের দাবি, এ ঘটনা পূর্বপরিকল্পিত। এর আগে ১৮ মে মো. নান্টু সিকদার ও বাচ্চু সিকদারের ওপর একই ধরনের হামলা চালানো হয়।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৩ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ