
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে টিআর, কাবিখা ও কাবিটার আওতায় অভূতপূর্ব গ্রামীণ উন্নয়ন হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কাঁচা সড়ক, বিদ্যালয় মাঠ ও ঘর সংস্কারসহ নানামুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এতে পরিবর্তন এসেছে যোগাযোগ ব্যবস্থায়, উপকারভোগী হয়েছেন হাজারো মানুষ।
চলতি অর্থবছরে ২১টি ইউনিয়নে বাস্তবায়িত হয়েছে ১৫৯টি প্রকল্প। এর মধ্যে টিআরের বরাদ্দ ছিল ২ কোটি ৬৮ লাখ টাকা, কাবিখার অনুকূলে বরাদ্দ ২৫৫ মেট্রিক টন গম এবং কাবিটায় ৩ কোটি ৫৭ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মার্চ থেকে কাজ শুরু হলেও বৈরি আবহাওয়ায় কিছু প্রকল্পের কাজ বিঘ্ন হয়। তবে এখন সেগুলোর কাজ চলমান।
সরেজমিনে দেখা যায়, চরফ্যাশনের প্রতিটি ইউনিয়নে নির্মাণ হয়েছে বহু কাঁচা সড়ক। আগে যেসব সড়ক বেহাল ছিল, এখন সেগুলো উন্নয়ন হওয়ায় মানুষ স্বস্তিতে চলাচল করছে।
হাজারীগঞ্জ ইউনিয়নের মফিজল ইসলাম বলেন, দুই কিলোমিটার কাঁচা সড়কটি ছিল একদম নষ্ট। এখন নতুন রাস্তা হয়েছে, দুর্ভোগ কমেছে। রসুলপুরের মালেক ডুবাই বলেন, ৪০ বছরেও সড়কটি হয়নি। এবার ইউএনও’র বরাদ্দে সড়ক নির্মিত হয়েছে। এওয়াজপুরের স্কুলছাত্রী তানহা জানায়, আগে বর্ষায় স্কুলে যেতে কষ্ট হতো। এখন কষ্ট ছাড়াই যাই।
স্কুলের প্রধান শিক্ষক আবুল কাসেম বলেন, বিদ্যালয়ের মাঠ ও ঘর সংস্কারে শিক্ষার্থীদের কষ্ট কমেছে। ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, তিনটি সড়ক নির্মাণ করেছিলেন। কাজের মান ঠিক রেখে করেছিলেন।
পিআইও জি এম ওয়ালিউল ইসলাম জানান, প্রতিদিন কাজ তদারকি করা হচ্ছে। কাজের গুণগত মান বজায় রেখে অর্থ ছাড় দেওয়া হচ্ছে।
ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, সব সিভিসিকে সতর্ক করে দেওয়া হয়েছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের প্রকল্প এলাকা পরিদর্শনের আহ্বান জানাই। তিনি আরও বলেন, এই উন্নয়ন কর্মকাণ্ড চরফ্যাশনের গ্রামীণ জনজীবনে এনে দিয়েছে নতুন গতি।
এএইচ/এমআর