কুয়াকাটায় ট্রলারডুবির ৮ দিন পর জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ট্রলারডুবির ৮ দিন পর জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় ট্রলারডুবির ৮ দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে পশ্চিম কুয়াকাটা সৈকতে অর্ধগলিত অবস্থায় মরদেহটি ভেসে আসে।

স্থানীয়রা দেখে খবর দিলে কুয়াকাটা নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত নজরুল ইসলাম হাওলাদার (৬০) কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে এবং পেশায় জেলে ছিলেন।

নৌ পুলিশ জানায়, গত ২৪ জুলাই আলীপুর মৎস্য বন্দর থেকে এফবি সাগরকন্যা নামের একটি ট্রলার সাগরে গিয়ে ডুবে যায়। ট্রলারটিতে ১৫ জেলে ছিলেন। চারদিন পর ৯ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ হন ৬ জন।

তাদের মধ্যে নজরুল ইসলামের মরদেহ পাওয়া গেলেও আবদুর রশিদ, রফিক, ইদ্রিস, হারুন ও কালামের এখনো খোঁজ মেলেনি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মরদেহটি নজরুলের বলে শনাক্ত হয়েছে। তার ছেলে ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০:৪৯:২২ ● ২২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ