
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে এমপিওভূক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের ভাতা বৃদ্ধি এবং জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ সংলগ্ন বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা আঞ্চলিক মহাসড়কে ‘মির্জাগঞ্জ উপজেলাধীন এমপিওভূক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ’ ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, শিক্ষক নেতা মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ মোঃ খবির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইত্তেজা হাসান, উপাধ্যক্ষ মোঃ আঃ মন্নান লোটাস, প্রভাষক মোঃ মাহাবুব রহমান টুকু, প্রভাষক মোঃ আবদুর রহিম চান, প্রভাষক এনামুল হক জাকির, প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার বাদল, সহকারী শিক্ষক মোঃ আবু সালেহ ও মোঃ শাহজাদা রনি প্রমুখ।
বক্তারা জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। পাশাপাশি শিক্ষকদের মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% হারে উৎসব ভাতা প্রদানের জোর দাবী জানান।
বক্তারা জানান, দাবী না মানা পর্যন্ত মঙ্গলবার থেকে শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত থাকবেন এবং ঢাকায় চলমান আন্দোলনে যোগ দেবেন।
মানববন্ধন শেষে ভাজনা কদমতলা নূরীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রুহুল আমিন পুলিশি হামলায় আহত শিক্ষকদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন।