চরফ্যাশনে মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী সভা

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী সভা
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫


প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশনের চরাঞ্চলে কোস্ট ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রকল্পের সমাপ্তি উপলক্ষে সভা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করে কোস্ট ফাউন্ডেশন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

বিশেষ অতিথি ছিলেন সিপিপি সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী, শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক এইচ এম ছালাউদ্দিন সুমন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নাছিউর রহমান শিপু। কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারী পরিচালক রাশিদা বেগম সভা সঞ্চালনা করেন। প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন সমন্বয়কারী মো. ইউনুছ।

তিনি জানান, দুর্যোগকালে জরুরি সহায়তার অংশ হিসেবে চর কুকরী মুকরী, জাহানপুর, মুজিবনগর, দক্ষিণ সাকুচিয়া ও চর কলাতলীতে রাস্তাঘাট ও সেতু নির্মাণ করা হয়েছে। সভায় বক্তারা বলেন, কম খরচে কার্যকর অবকাঠামো গড়ে তুলেছে কোস্ট ফাউন্ডেশন।

ইউএনও বলেন, এই প্রকল্পে স্থানীয় মতামত গুরুত্ব পেয়েছে। দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি চরাঞ্চলে সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যক্রমের পরামর্শ দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৩:৫১:২৮ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ