
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটার উপকূলীয় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৩টি পাখি মাছ। স্থানীয়ভাবে এই মাছ সেইল ফিস বা গোলপাতা মাছ নামে পরিচিত।
সোমবার (১৪ জুলাই) বিকেলে মাছগুলো কুয়াকাটার আলীপুরের বিএফডিসি মৎস্য আড়তে আনা হলে দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।
স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় ঢাকায় বিক্রির উদ্দেশ্যে মাছগুলো নিলামে কিনে নেন পাইকার মো. সাদ্দাম হোসেন। তিনি মোট ২৩ হাজার টাকায় মাছগুলো কেনেন। মাছ বিক্রিতে সহায়তাকরী সাফা ফিস’র মালিক মোঃ চয়ন জানায়, একটি মাছের ওজন ছিল ৩৫ কেজি, যা বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। বাকি দুটি ৯ হাজার টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, বর্ষা মৌসুমে গভীর সাগরে এ ধরনের মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এ মাছের তেমন চাহিদা না থাকলেও ঢাকায় ও কক্সবাজারে দাম ভালো পাওয়া যায়।
এই মাছ ধরা পড়ে গত বৃহস্পতিবার, যখন মহিপুরের জেলে আবু সালেহ মাঝি এফবি আল্লাহর দান ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে ১৭০ কিলোমিটার গভীরে জাল ফেলেছিলেন। তখন ইলিশের সঙ্গে ওই মাছগুলোও উঠে আসে।

ক্রেতা সাদ্দাম হোসেন জানান, এই মাছ এখন কমই দেখা যায়। তবে খেতে সুস্বাদু এবং দামও তুলনামূলক কম।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। পরিবেশগত পরিবর্তন ও আবহাওয়ার কারণে এগুলো তীরে আসে না। তবে এখন কিছুটা বেশি ধরা পড়ছে, যদিও এর প্রাচুর্য এখনও কম।