মির্জাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সোমবার ● ১৪ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”- এই প্রতিপাদ্যে মির্জাগঞ্জে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস।

 

সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুজন সূত্রধর।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা।

 

বক্তারা বলেন, সুশৃঙ্খল পরিবার গঠনে জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি। এজন্য যুব সমাজকে সচেতন করতে হবে। তারা আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির উপকারিতা তুলে ধরেন।

 

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা দেওয়া হয়।

পুরস্কৃতদের মধ্যে ছিলেন, আমড়াগাছিয়া ইউনিয়নের সেবিকা ও কর্মীবৃন্দ এবং সুবিদখালী, দেউলী সুবিদখালী, মির্জাগঞ্জ, কাকড়াবুনিয়া ও মাধবখালী ইউনিয়নের প্রতিনিধিরা।

 

আলোচনা সভায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৩১ ● ১১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ