গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
সোমবার ● ১৪ জুলাই ২০২৫


উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং ওসি ইউনুস মিয়া ঘটনাস্থলে গিয়ে কথা বলেন।

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে বরিশালের গৌরনদীতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহস্রাধিক ছাত্র ও জনতা। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে তীব্র যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়।

 

সোমবার (১৪ জুলাই) সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। অংশ নেয় ছাত্রদলের একাংশ, ইসলামী ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

 

বিক্ষোভকারীরা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান সরকারি ল্যাব উপেক্ষা করে বাইরের একটি নির্দিষ্ট ক্লিনিকে রোগীদের পাঠিয়ে টেস্টের নামে কমিশন বাণিজ্য করে আসছেন। প্রেসক্রিপশনে ‘৭ নম্বর’ লিখে বাইরে পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষকে গুনতে হয় বাড়তি টাকা।

 

বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. সাব্বির রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মোর্শেদ হাসান।

 

অবরোধ চলাকালে উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। আটকে পড়ে আড়াই শতাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। তারা সরিয়ে দিতে চাইলে বিক্ষোভকারীরা সড়কে বসে ও শুয়ে পড়ে অবরোধ চালিয়ে যান।

প্রশাসন সরিয়ে দিতে চাইলে বিক্ষোভকারীরা সড়কে বসে ও শুয়ে পড়ে এভাবে অবরোধ চালিয়ে যান।

 

শেষ পর্যন্ত সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং ওসি ইউনুস মিয়া ঘটনাস্থলে গিয়ে কথা বলেন। ইউএনও ডা. মনিরুজ্জামানকে বদলির আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান দাবি করেন, তিনি একটি সরকারি কর্মকর্তার ‘গোঁয়ার্তুমি’ স্টাইলের সিদ্ধান্তের বিরোধিতা করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে আন্দোলন করানো হচ্ছে। তবে সেই কর্মকর্তার নাম গণমাধ্যমকে জানাতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২০:০৪:৩১ ● ১৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ