বাউফলে জমির বিরোধে চার শতাধিক গাছ কেটে নিলো প্রতিপক্ষ!

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে জমির বিরোধে চার শতাধিক গাছ কেটে নিলো প্রতিপক্ষ!
রবিবার ● ৬ জুলাই ২০২৫


 কাটা গাছগুলো বাগানের মধ্যে এভাবে ফেলে রাখতে দেখা যায়।

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ডিয়ারা কচুয়া গ্রামে জমির বিরোধের জেরে চার শতাধিক পরিবেশবান্ধব গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ। ক্ষতিগ্রস্তদের দাবি, গাছগুলোর বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের ২১ একর ৩৬ শতাংশ জমির মধ্যে অন্তত ১৪ একর ২৪ শতাংশ জমিতে প্রতিপক্ষ জোরপূর্বক দখল করে চাষাবাদ করছে। শনিবার ও রোববার- দুই দিনে বাড়ির পাশে রোপণকৃত মেহগনি, চাম্বল ও রেইনট্রিসহ প্রায় ৪০০ গাছ কেটে নেয় তারা।

 

স্থানীয় গাছ ব্যবসায়ী ইব্রাহিম সাগরকন্যাকে বলেন, প্রায় ৮ লাখ টাকা মূল্যের গাছ কাটা হয়েছে। শ্রমিক মো. রিয়াজ সরদার জানান, শাকিব হাসান সিজার মাতব্বরের নির্দেশে তাঁরা তিনটি করাত দিয়ে গাছ কেটেছে।

 

ভুক্তভোগীদের দাবি, তাঁরা থানায় লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। রোববার সরেজমিনে দেখা যায়, কাটা গাছ ট্রলারে তোলা হচ্ছে; কিছু গাছ সড়কের ওপরও রাখা হয়েছে।

 

গ্রাম পুলিশ মো. হাবিবুর রহমান ও দফাদার মো. কোভিদ হোসেন বলেন, ওসি স্যারের নির্দেশে গাছ কাটতে নিষেধ করা হলেও প্রতিপক্ষ তা মানেনি।

 

অভিযুক্ত শাকিব হাসান সিজার মাতব্বর বলেন, গাছগুলো আমার পৈত্রিক সম্পত্তির অংশে লাগানো। আমি ওয়ারিশ হিসেবে গাছ কেটেছি। পুলিশ দিয়ে কিছু হবে না।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুজ্জামান সরকার জানান, বিষয়টি তদন্তাধীন। উভয় পক্ষকে গাছ পরিবহন বা কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নিতে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:২৮ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ