কলাপাড়ায় নকল ব্যান্ডরোলসহ সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় নকল ব্যান্ডরোলসহ সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার
রবিবার ● ৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত এক হাজার ৯’শ ১০ প্যাকেট কিংস সিগারেট ও ১৭ হাজার খালি ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার রাতে উপজেলার আলীপুর মৎস্য বন্দর ও কলাপাড়া পৌরশহরের রহমতপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দিলীপ কুমার পাল (৩৯) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত ব্যক্তির ঠিকানা পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এ দণ্ড দেওয়া হয়েছে। বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট বাজারজাত করছিল ওই ব্যক্তি।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৩ ● ১৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ