জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম দুমকি

হোম পেজ » পটুয়াখালী » জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম দুমকি
রবিবার ● ৬ জুলাই ২০২৫


 দুমকির ইউএনও আবুজর মো. ইজাজুল হক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশে প্রথম হয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলা। চলতি বছরের মে মাসে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের নিয়ে পরিচালিত কার্যক্রমে এই সাফল্য অর্জিত হয়েছে।

 

দুমকি উপজেলার মে মাসের জন্মনিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১২৮টি। অর্জন হয়েছে ৩৮৩টি, যা ২৯৯ শতাংশ। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি, অর্জন হয়েছে ১০৪টি, অর্থাৎ ২৯৭ শতাংশ। গড় অর্জন ২৯৮ শতাংশ— যা দেশের মধ্যে সর্বোচ্চ।

 

জাতীয় পর্যায়ে বরিশাল বিভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনে ৮০ শতাংশ গড় অর্জন নিয়ে বিভাগীয়ভাবে শীর্ষে রয়েছে। তবে উপজেলা পর্যায়ে দুমকি রয়েছে সবার ওপরে।

 

এ বিষয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, দুমকির এ অর্জন আমাদের জন্য গর্বের। ইউএনও, ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রাম পুলিশের সম্মিলিত পরিশ্রমেই এটা সম্ভব হয়েছে।

 

দুমকির ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, শ্রেষ্ঠ উপজেলা হিসেবে স্বীকৃতি পাওয়া আনন্দের। আমি কেবল টিম লিডার হিসেবে কাজ করেছি, সবার সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা এ ধারা ধরে রাখতে চাই।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:২৭ ● ৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ