দশমিনায় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
রবিবার ● ৬ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে পোস্ট অফিস সংলগ্ন সজিব কম্পিউটার সেন্টারে এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুসফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র, আইসিটি কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস এবং ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান। এছাড়াও ভূমি অফিসের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ইউএনও বলেন, ভূমিসেবার মানোন্নয়ন এবং গ্রাহক যেন প্রতারিত না হয়, সে লক্ষ্যেই জেলায় ৮টি উপজেলায় এ সেবা কেন্দ্র চালু করা হয়েছে। সরকার নির্ধারিত ফি’র বিনিময়ে নামজারি, মিউটেশন, ই-নথি, খতিয়ানসহ সব ধরনের ভূমিসেবা এখান থেকে পাওয়া যাবে।

 

তিনি আরও বলেন, ছোট কাজের জন্য ভূমি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দিন শেষ। গ্রাহক যেন হয়রানির শিকার না হন, সে জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমি অফিস সংশ্লিষ্টদের কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:২১ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ