সাগরে পড়ে প্রাণ গেল রাঙ্গাবালীর জেলে রাজ্জাকের

হোম পেজ » পটুয়াখালী » সাগরে পড়ে প্রাণ গেল রাঙ্গাবালীর জেলে রাজ্জাকের
রবিবার ● ৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে সাগরে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত রাজ্জাক মল্লিক (৪২) উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বাসিন্দা। আজ রোববার ভোরে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা।

 

শনিবার রাতে পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। রাজ্জাক স্থানীয় কোড়ালিয়া গ্রামের মুকুল সাহার মালিকানাধীন ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন।

 

সহকর্মীরা সাগরকন্যাকে জানান, রাত ৮টার দিকে খাবার শেষ করে ট্রলারের পেছনে গিয়ে পানি খাচ্ছিলেন রাজ্জাক। পরে থালা ধোয়ার সময় ঢেউয়ের তোড়ে পা পিছলে সাগরে পড়ে যান। ট্রলারের অন্য জেলেরা না দেখলেও পাশের ট্রলার থেকে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে সহকর্মীরা জাল ফেলে উদ্ধার অভিযান চালান এবং প্রায় আধাঘণ্টা পর তার মরদেহ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। নিহতের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৫:২৪ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ