ইসলামী ব্যাংক এজেন্ট মালিকদের ঈদ পুনর্মিলনী

হোম পেজ » পটুয়াখালী » ইসলামী ব্যাংক এজেন্ট মালিকদের ঈদ পুনর্মিলনী
রবিবার ● ৬ জুলাই ২০২৫


 ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ

সাগরকন্যা ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) ঢাকার পল্টনের ক্রিয়া ভবন সংলগ্ন পুষ্প উদ্যান চায়নিজ রেস্টুরেন্টে এই আয়োজন হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সাউথ জোনের আহ্বায়ক জানে আলম হাওলাদার এবং সঞ্চালনা করেন সদস্যসচিব কামরুল ইসলাম হাওলাদার। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তিলাওয়াত করেন হাফেজ মাওলানা ছাইদুর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক কর্মকর্তা মো. শাহিন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০০ জন এজেন্ট মালিক, নারী উদ্যোক্তা সহ, উপস্থিত ছিলেন। এজেন্টরা ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রাহকসেবা, প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতামত প্রদান করেন।

 

সভা শেষে জোনভিত্তিক নতুন কমিটি গঠন করা হয়।

 

এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ এবং ব্যাংকের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি সংলাপের সুযোগ তৈরিই ছিল এই মতবিনিময় সভার মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আলোচনায় তাদের অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

 

উল্লেখ্য, ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৭:১২:৫৩ ● ১৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ