গোপালগঞ্জে “ওয়াক দ্য টক” ইভেন্ট অনুষ্ঠিত

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে “ওয়াক দ্য টক” ইভেন্ট অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪


গোপালগঞ্জে “ওয়াক দ্য টক” ইভেন্ট অনুষ্ঠিত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) এ বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ‘ওয়াক দ্য টক’ নামে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করেছে। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের লোকাল কমিটি এ ইভেন্ট আয়োজন করে।
বৃহস্পতিবার (১১ জুলাই)  দুপুরে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হল রুমে আলোচনা সভা ও ছবি প্রদর্শনী আয়োজন
করে যা বিশ্ব জনসংখ্যা দিবসকে প্রচার করে।
পরে কলেজের সামনে থেকে একটি
র ্যালী বের হয়ে  মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই উদ্যোগে দেশের আটটি বিভাগের ৪০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণে ও শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত সবচেয়ে বড় ইভেন্ট এটি।
অনুষ্ঠানে  প্রধান  অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের  অধ্যক্ষ ডা. অমল চন্দ্র পাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ডেপুটি  ডিরেক্টর  নিয়াজ মোহাম্মদ, সহকারী অধ্যাপক  ডা. রিনা রাণী সাহা, ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম, ডা. গোলাম মোস্তফা, ডা. এস এম আলি নুর ইসলাম, ডা. নিকসার আকতার, ডা. অরুনিমা কামাল টুম্পা ও ডা. হিটলার বিশ্বাস উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের লোকাল কমিটি সভাপতি মাঈশা বিনতে ফয়েজের সভাপতিত্বে ও রওনক জাহান মিমের সমন্বয়ে সঞ্চলনা করেন  দীপান্বিতা বসু ও আসাদ রাসেল।

 

 

 


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৭:৩৯ ● ৩৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ