পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত ছয় শ্রমিক আহত, চারজন হাসপাতালে

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত ছয় শ্রমিক আহত, চারজন হাসপাতালে
বুধবার ● ১ মে ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত অবস্থায় চার বাঙালী শ্রমিক গুরুতর জখম হয়েছে। এরা হচ্ছে এফএনএফ কোম্পানির নিয়োজিত শ্রমিক হৃদয়, এসিপি কোম্পানির নিয়োজিত শ্রমিক নাইম, কাওসার ও জসিম। এদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে এরা আহত হয়েছেন। আহতরা জানান, মে দিবসের ছুটি না দিয়ে ওই কোম্পানি তাদের দিয়ে কাজ করাচ্ছিল। সেফটি বেল্ট ছাড়া থাই গ্লাস স্থানান্তরকালে এরা গ্লাসের নিচে চাপা পড়েন। এতে মোট ছয়জন জখম হয়। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বিসিপিসিএল এর প্রশাসনিক কর্মকর্তা শাহমনি জিকো জানান, তিনি বিষয়টি প্রাথমিকভাবে জেনেছেন। বিস্তারিত জেনে সব বলতে পারবেন। এফএনএফ কোম্পানির কর্মকর্তা ফিরোজ জানান, তাৎক্ষণিক এদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৮:২১ ● ৬৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ