মির্জাগঞ্জের উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রথম পাতা » সর্বশেষ » মির্জাগঞ্জের উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
বুধবার ● ১ মে ২০১৯


---

উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে॥
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী রোকেয়া খানম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও একাধিকবার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকীকে বিদ্যালয় শিক্ষক পরিষদ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার বাদল। এসময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য মোঃ আনোয়ার হোসেন তালুকদার,এ.কে আজাদ বাপ্পি, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ নিজাম সরদার, সহকারি শিক্ষক মোঃ আবদুল লতিফ ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন জোমাদ্দার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকবৃন্দরা। পরে শিক্ষকবৃন্দ তাকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়। নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতী উন্নতি করতে পারে না। এ বিদ্যালয়টি উপজেলার মধ্যে একটি পুরাতন বিদ্যালয়। এখান থেকে বহু ছাত্রী পাশ করে সরকারে বিভিন্ন দপ্তরে চাকরি করছেন। এর পাশাপাশি এ বিদ্যালয়ের পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় করে দেয়া হয়েছে। যাতে এ এলাকার শিশু থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত কোন শিশু কিংবা ছাত্রীরা অণ্য কোন বিদ্যালয়ে গিয়ে পড়াশুনা করতে না হয়। আমি গত পাঁচ বছরে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিয়েছি। ভবিষ্যাতেও এ ধার অব্যাহত থাকবে। কারন এ উপজেলার কোন ছাত্র-ছাত্রী পড়াশুনার জন্য কষ্ট করতে না হয়। এ বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন এবং আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি অক্ষুন্ন রাখার চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:১৪ ● ৪৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ