মঠবাড়িয়ায় ঈদপূণর্মিলনীতে দাওয়াত না দেয়ায় ইমামকে মারধর!

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় ঈদপূণর্মিলনীতে দাওয়াত না দেয়ায় ইমামকে মারধর!
সোমবার ● ১৭ মে ২০২১


মঠবাড়িয়ায় ঈদপূণর্মিলনীতে দাওয়াত না দেয়ায় ইমামকে মারধর!

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদ পূনর্মিলনীতে দাওয়াত না দেয়ায় সাইফুল ইসলাম (২০) নামে মসজিদের এক ইমামকে চড়থাপ্পরসহ কিল ঘুষি মেরে গুরুত আহত করেছে কামরুজ্জামান
কয়েস নামে এক বখাটে যুবক। এঘটনায় মঠবাড়িয়ায় ইমামদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের বাইতুন নূর জামে মসজিদের ইমাম রোববার (১৬ মে) সকালে এলাকার ছোট বাচ্চাদের নিয়ে মসজিদে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। এতে একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে কামরুজ্জামান কয়েসকে দাওয়াত না দেওয়া তিনি ক্ষিপ্ত হয়ে মসজিদ থেকে ইমামকে ডেকে নিয়ে এলোপাথারি চরথপ্পর ও কিল ঘুষি মারলে একপর্যায়ে তার কান থেকে রক্ত বের হয়। পরে স্থানীয়রা ওই ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় অভিযুক্ত কামরুজ্জামান কয়েস এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। আহত ইমাম সাইফুল ইসলাম জানান, এঘটনার বিচার চেয়ে সোমবার মঠবাড়িয়া ইমাম পরিষদের কাছে আবেদন করেছি।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:২১ ● ৪৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ