হজযাত্রী মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে

প্রথম পাতা » ইসলামী জীবন » হজযাত্রী মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে
রবিবার ● ২৫ আগস্ট ২০১৯


হজযাত্রী মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে

ঢাকা সাগরকন্যা অফিস॥

চলতি বছর সৌদি আরবের মক্কা আল মনোয়ারায় পবিত্র হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে ১০১ হজযাত্রী মারা যান। তাদের মধ্যে পুরুষ ৮৫ ও নারী ১৬। এর মধ্যে শুধুমাত্র মক্কায় ৯০, মদিনায় ১০ ও জেদ্দায় একজন মারা যান।
ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিকে শনিবার বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা শেখ মতিয়ার রহমান (৫৬) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর ইএ-০০৫৫৯৬৪১। তিনি বিগত ৪ আগস্ট বেসরকারি লিমা ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮২৩ ফ্লাইটযোগে সৌদি যান।
পবিত্র হজ পালন শেষে ৩৪ হাজার ৯৯২ হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪১টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টিসহ ৯৬টি ফিরতি হজ ফ্লাইটে তারা দেশে ফিরেন। বিগত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। এদিকে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় ধর্ম সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাজিদের নির্বিঘেœ দেশে প্রত্যাবর্তন, এ বছরের হজ ব্যবস্থাপনা এবং পরবর্তী বছরের হজ ব্যবস্থাপনায় করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাপতি এ বছর হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সভায় অন্যান্যের মধ্যে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরী, হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কাস্থ মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন। সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং হজ পরবর্তী সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৫০ ● ৪৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ