বামনায় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

প্রথম পাতা » বরগুনা » বামনায় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন
শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৩


বামনায় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় গতকাল শনিবার আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বুকাবুনিয়া  আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জিকে সভাপতি ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শিক্ষক সমিতির বর্তমান সভাপতি মোঃ নুরুল হক খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় শিক্ষক সমিতির সভাপতি সুনীল বরন হালদার। বক্তব্য রাখেন বরগুনা জেলা কমিটির সভাপতি সোহেলা পারভীন, বরিশাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ৩নং রামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউনুস আলী,  বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের পরিচালনা করেন মোঃ মোশাররফ হোসেন।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:৪০ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ