৩১ দফা বাস্তবায়নে বাবুগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ

হোম পেজ » বরিশাল » ৩১ দফা বাস্তবায়নে বাবুগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাবুগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার দেহেরগতি, কেদারপুর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজারে এই প্রচারণা চালানো হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন ও সদস্য সচিব আরাফাত মৃধা।

এ সময় পথচারী, দোকানদার, বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও বাসচালকদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার, যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আহম্মেদ, বিপ্লব মিস্ত্রি, রাকিব কবিরাজ, সদস্য বেলাল সরদার, শিবু দাস সরকারি কৃষি কলেজ ছাত্রদল সভাপতি সালমান মাহমুদ, আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হৃদয় ও বর্তমান সভাপতি মো. সাকিব মল্লিক, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আসিফ সিকদার, সাংগঠনিক সম্পাদক রাহাত দুয়ারী, চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা তুহিন হাওলাদার, বুলবুল হাওলাদার, কাওসারসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন দেহেরগতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহিন বিশ্বাস, রহমতপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক রুমন সিকদার, আগরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত, পলাশ, আতিক, এমদাদুল, নবাব, সাগর, জালাল, কেদারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির দুয়ারী, সানি মীর, সাইদ, মশিউরসহ অনেকে।

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ বাবুগঞ্জ গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। ভোটারবিহীন সরকারের কারণে এ অঞ্চলের প্রত্যাশিত উন্নয়ন ব্যাহত হয়েছে।

সদস্য সচিব আরাফাত মৃধা বলেন, দেশের তরুণ সমাজকে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এদিনের কর্মসূচিতে ছাত্রদল নেতাদের সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। বাবুগঞ্জে রাজপথে ছাত্রদলের উপস্থিতিতে এক উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি হয়, যা এলাকাবাসীর মধ্যে নতুন রাজনৈতিক প্রত্যাশার বার্তা পৌঁছে দেয়।

বাংলাদেশ সময়: ২১:২০:০৭ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ