মোংলায় জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোম পেজ » খুলনা » মোংলায় জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


মোংলায় জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে মোংলা পৌর ও উপজেলা জেএসডির উদ্যোগে পৌর শহরের শাপলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শাপলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা জেএসডির সভাপতি মো. হাবিবুর রহমান মাস্টার। প্রধান অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি আ. লতিফ খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র পরিচালনায় সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন রামপাল উপজেলা জেএসডি সভাপতি মো. আফজাল হোসেন, ফকিরহাট উপজেলা জেএসডি সভাপতি সরওয়ার হোসেন ও মোংলা পৌর জেএসডি সভাপতি মো. ইমরান হোসেন বাবু।

বাংলাদেশ সময়: ২১:২২:০০ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ