
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় পহলান (১৭) হত্যাকাণ্ডের অন্যতম আসামি রিয়াদ হাওলাদারকে র্যাব-৮ এর সদস্যরা গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হৃদয় ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টা ৪৫ মিনিটে সর্বশেষ বাবার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সেদিন রাতে আর বাড়ি ফেরেননি।
পরদিন খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হৃদয়ের পিতা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন। ২২ অক্টোবর এক অজ্ঞাত ব্যক্তি ফোনে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিছু সময় পর এলাকাবাসীর কাছে খবর আসে- মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা-আলগী পাতাকাটা সড়কের পাশে খালের ধারে বিছানার চাদরে মোড়ানো ও প্লাস্টিকের বস্তাবন্দি একটি লাশ পাওয়া গেছে।
হৃদয়ের পিতা লাশ শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, হৃদয়ের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এরপর তিনি মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর র্যাব তদন্তে নামে। ছায়া তদন্তে রিয়াদ হাওলাদারের সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর রিয়াদকে আইনগত ব্যবস্থার জন্য বরিশাল মহানগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।