সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: মাসুদ সাঈদী

হোম পেজ » পিরোজপুর » সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: মাসুদ সাঈদী
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: মাসুদ সাঈদী

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর-জিয়ানগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, দেশের সমস্যার মূল কারণ সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। আগামীতে যদি সৎ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে দেশ পরিচালিত হয়, তবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের পশ্চিম গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাঁখারীকাঠী ইউনিয়ন শাখা।

মাসুদ সাঈদী বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে, শুধু শাসক পরিবর্তন যথেষ্ট নয়। দেশের উন্নয়নে প্রয়োজন নীতির পরিবর্তন ও জবাবদিহিমূলক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন—যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে সরকারি ব্যবস্থাপনায় শিল্প কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা হবে।

সভায় সভাপতিত্ব করেন শাঁখারীকাঠী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনিচুর রহমান মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহসচিব মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সেনাকর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিনসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:২৪:০৫ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ