ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রথম পাতা » বিশ্ব » ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
রবিবার ● ৩ মার্চ ২০১৯


ফাইল ছবি
সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক ॥
বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের বিরুদ্ধে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার নিজ দল কনজারভেটিভ পার্টির পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া বক্তব্যে ভারতকে ‘উচ্চ শুল্কের দেশ’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। এদিন দিল্লির ওপরও ‘পারস্পরিক শুল্ক’ আরোপের হুমকি দেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত একটি উচ্চ শুল্কের দেশ। যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলের ওপর তারা শতভাগ শুল্ক চাপিয়ে দেয়। কিন্তু তাদের রফতানি পণ্যে কোনও ওয়াশিংটন কোনও শুল্ক আরোপ করে না। ভারতীয় পণ্যের উপর নূন্যতম শুল্ক আরোপ করা উচিত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সুতরাং আমি পারস্পরিক শুল্ক চাই। অথবা অন্ততপে আমি একটি শুল্ক আরোপ করতে চাই।’

ভারতের উচ্চ বাণিজ্য শুল্কের বিরুদ্ধে এটাই ট্রাম্পের প্রথম বক্তব্য নয়। এর আগেও একাধিক বার এ নিয়ে কথা বলেছেন তিনি। এমনকি ভারতকে ‘ট্যারিফ কিং’ বলেও কটা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের মতো ভারতকেও শুল্কমুক্ত সুবিধা দিতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত এ বিষয়ে কঠোর হলে ৫৬০ কোটি ডলারের পণ্যে শুল্কমুক্ত সুবিধা হারাবে দিল্লি। সূত্র: জি নিউজ, আনাদোলু এজেন্সি।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৪ ● ৫১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ