মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা » সর্বশেষ » মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠিত
শুক্রবার ● ১ মার্চ ২০১৯


---

উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে॥
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া মু,ই মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫বছর পূর্তি উপলক্ষে প্রথম পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সাংসদ সদস্য ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোটেক মোঃ শাহজাহান মিয়া।
বিদ্যালয় পূনর্মিলনী কমিটির আহবায়ক ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ রুস্তম আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূনর্মিলনী কমিটির সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ শাহরিয়ার সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মাসুদ করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রভেসার আবদুল হামিদ, দক্ষিনাঞ্চালিয় আয়ন ব্রীজ নির্মাণ/পূর্নবাসন প্রকল্পে পিডি মোঃ আবদুল হাই(হক ইঞ্জিঃ), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাজী সাইফুদ্দীন ওয়ালীদ,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল ছত্তার প্রমূখ। অনুষ্ঠান শুরুতেই ওই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মিলন মেলায় পরিনত হয়। তাদের মধ্যে থাকে না কোন ভেদাভেদ। পরে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারন মূলক বক্তব্য,নাচ-গান দিয়ে মাতিয়ে রাখেন তারা। পরে সন্ধ্যায় ঢাকার নাম কার শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫১ ● ৬১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ