চরফ্যাশনে অবৈধ জাল জব্দে কম্বিং অপারেশন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে অবৈধ জাল জব্দে কম্বিং অপারেশন
শনিবার ● ২২ জানুয়ারী ২০২২


চরফ্যাশনে অবৈধ জাল জব্দে কম্বিং অপারেশন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলায় ২য় ধাপে ৭টি মোবাইল কোর্ট এবং ১৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১হাজার ৮০কেজি জাটকা এবং ৩০০ কেজি অন্যান্য মাছ আটক করা হয়েছে।  এছাড়াও ২১২ টি বেহুন্দি জাল এবং ৩লাখ মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আবি আবদুল্লাহ খাঁন বলেন, সরকারের জাটকা ধরা ও কারেন্টজাল নদীতে পাতা নিষিদ্ধ রয়েছে। দেখা যায়, গুটি কয়েক আড়ৎদারগন অতি উৎসাহি হয়ে জেলেদেরকে নদীতে কারেন্ট জাল নিয়ে জাটকা ধরতে পাঠানো হচ্ছে। ইতিপূর্বে কয়েকটি যাবৎ এই সকল জেলেদেরকে আটক, নৌকা-ট্রলার জব্দ, জাটকা মাছ এতিমখানায় বিতরণ করা হচ্ছে। ভ্রাম্যমান আদালতে মোট মামলা করা হয়েছে এই পর্যন্ত ৬ টি ট্রলার জব্দ জেলেদের৯২হাজার টাকা জরিমানা। নদীর মাছের উৎপাদন বাড়াতে আগামীতে ও এই অভিযান চলমান রাখা হবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৯:৩৪ ● ১৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ