নিখোঁজ কলেজছাত্রী! আগৈলঝাড়ায় রহস্যজনক ক্ষুদে বার্তা নিয়ে তদন্তে পুলিশ

হোম পেজ » বরিশাল » নিখোঁজ কলেজছাত্রী! আগৈলঝাড়ায় রহস্যজনক ক্ষুদে বার্তা নিয়ে তদন্তে পুলিশ
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫


 

নিখোঁজ ছাত্রী পূজা দাস

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হওয়া এক ছাত্রীকে সাত দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলেও তাঁরা কোনো ক্লু দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজের পর তদন্ত কর্মকর্তার হোয়াটঅ্যাপ নম্বরে একটি রহস্যজনক ক্ষুদে বার্তা আসে। বার্তায় লেখা ছিল- আমাকে খুঁজবেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।

পুলিশ জানায়, নিখোঁজ ছাত্রী পূজা দাস (২১) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

পরিবারের পক্ষ থেকে পূজার ভাই রিমন দাস আগৈলঝাড়া থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ৯ নভেম্বর সকাল ৭টার দিকে বরিশালে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি পূজা। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রিমন দাস বেশি কথা বলতে চাননি। তিনি শুধু জানান, পুলিশ তদন্ত করছে।

জিডির তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্রীটি প্রাপ্তবয়স্ক হওয়ায় ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। জিডির পর পুলিশ অনুসন্ধান শুরু করলে তাঁর হোয়াটঅ্যাপে একটি মেসেজ আসে, যাতে লেখা- আমাকে খুঁজবেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি। তবে বার্তা পাঠানো নম্বরটি এরপর থেকেই বন্ধ। আসলেই ছাত্রীটি বার্তা পাঠিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, পরিবার কোনো ক্লু দিতে পারছে না এবং পুরো বিষয়টি নিয়ে অসহযোগিতা করছে। যে নম্বর থেকে বার্তা পাঠানো হয়েছে, সেটি বন্ধ থাকায় ট্র্যাকিংও সম্ভব হচ্ছে না। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৫ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ