গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫


গৌরনদীতে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে চার মাসের অন্তঃসত্ত্বা ইভা বেগম (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ইভা বেগম উপজেলার বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী এবং মুলাদী উপজেলার কাচিরচর গ্রামের আনোয়ার আকনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইভা বেগমের বিয়ে গত পাঁচ মাস আগে নলচিড়া বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস হাওলাদারের সঙ্গে হয়। শনিবার বিকেলে তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন। রাত সাড়ে সাতটার দিকে স্বামী আক্কাস হাওলাদার বাড়ি ফিরে এসে ঘরের ভেতরে ইভাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পুলিশকে খবর দেওয়া হয়।

ইভার স্বামী দাবি করেন, ইভার পরিবারগত কিছু বিষয় জানার পরে মানসিক চাপ থেকে সে হয়তো আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে। তবে পুলিশ বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করলেও তা গুরুত্বসহকারে তদন্ত করছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনার সব দিক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ময়নাত দন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১:০৭:০২ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ