নেছারাবাদে বিএনপির ৩১ দফা প্রচারে হামলার অভিযোগ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিএনপির ৩১ দফা প্রচারে হামলার অভিযোগ
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫


নেছারাবাদে বিএনপির ৩১ দফা প্রচারে হামলার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম উদ্দীন তালুকদার। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে পিরোজপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেনের সমর্থকদের আয়োজনে তার অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইমাম উদ্দীন তালুকদার জানান, মহিলা দলের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে তিনি বছরাকাঠিতে পৌঁছালে দলেরই একটি অংশ সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এতে তিনি ও কয়েকজন কর্মী আহত হন। হামলাকারীরা মহিলা দলের ব্যানার ও লিফলেট ছিনিয়ে নিয়ে কর্মসূচি পণ্ড করে দেয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্টদের নাম উল্লেখ করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তিনি আরও দাবি করেন, পিরোজপুর-২ আসনে জনপ্রিয় নেতা মাহমুদ হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি তৃণমূলে দীর্ঘদিনের। বারবার জামানত হারানো একটি পরিবারের হাতে মনোনয়ন যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। তারপরও আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান করি এবং চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় আছি।

অভিযুক্ত পক্ষ দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া মহিলা দলের নেত্রী মোছা. মাসুমা বেগম বলেন, তারা কারও ব্যক্তিগত প্রচার করেননি; দলের ৩১ দফা প্রচারেই অংশ নিয়েছিলেন। হঠাৎই বিগত সরকারের সাবেক এমপি মহারাজের ঘনিষ্ঠ কয়েকজন এসে ব্যানার ছিনিয়ে নেয় এবং নারী কর্মীদের ধাওয়া করে। তার দাবি, হামলাকারীরা সুমনপন্থী।

স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল হাওলাদার বলেন, দল এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি। এর মধ্যেই সুমনের অনুসারীরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারে হামলা চালিয়েছে- এটি নিন্দনীয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩১ দফা প্রচারে হামলা হলে কঠিন জবাব দেওয়া হবে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩৩ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ