পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় দুর্বৃত্তদের আগুন

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় দুর্বৃত্তদের আগুন
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫


 

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় দুর্বৃত্তদের আগুন

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী পৌর শহরসংলগ্ন কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখার পরিত্যক্ত গেটে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ওই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, এক যুবক কলাপসিবল গেটে আগুন দিচ্ছে।

ঘটনার পর রাতেই ব্যাংকের নাইটগার্ড ও স্থানীয় সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান বলেন, আগুন লেগেছে যে গেটে, সেটি পরিত্যক্ত ছিল। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে ব্যাংক শাখা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩১ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ